বেড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি | ৭ মার্চ ২০২৪, ১৯:১৪

বেড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত

পাবনার বেড়ায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটরিয়ামের হল রুমে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মোরশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু।

সভায় আরোও উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মেজবাইল হক, সহকারি কমিশনার ভূমি রিজু তামান্না, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত,কৃষি অফিসার নুসরাত কবির,প্রকৌশলী আখতারুজ্জামান ,বেড়া প্রেস ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এর আগে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের চিত্রসহ ১৯৭১ সালের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ যুদ্ধের চিত্র প্রদর্শন করা হয়।

দিনটি উপলক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাংকন, বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর