আমরা বাঙালি আমরা মুক্ত, সীমানা ছাড়িয়ে অন্তরে যুক্ত। এই প্রতিপাদ্যে তিনদিন ব্যাপী ২০তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষ্যে আজ সকালে পৌর শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টার থেকে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনী যাত্রা শুরু হয়। উদ্বোধন আলোচনা অনুষ্ঠানের শুরুতে বৃন্দ আবৃত্তি ও পরে আলোচনা সভা হয়।
এসময় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহ, সদস্য সচিব আবুল কাশেম, ভুটানের কবি ছত্রাপাতি, নেপালের কবি রাজেন্দ্র গোরাগাই, ভারতের শিশু সাহিত্যিক স্বপন কুমার রায় উপস্থিত ছিলেন।
এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, রাশিয়াসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক কবি, ছড়াকার ও সাহিত্যিকরা উপস্থিত রয়েছেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: