রায়পুরায় মিলন মন্দিরের নবনির্মিত ভবন উদ্বোধন

আশিকুর রহমান | ৬ মার্চ ২০২৪, ২১:৫৪

রায়পুরায় মিলন মন্দিরের নবনির্মিত ভবন উদ্বোধন
নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। 
 
মঙ্গলবার (৫ মার্চ) রাতে রায়পুরা পৌর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এ মন্দিরের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।
 
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পূজা উৎযাপন পরিষদ ও মিলন মন্দিরের সভাপতি এডভোকেট চন্দন কান্তি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মানিক কে ভট্টাচার্য।
 
বিশেষ অতিথি ছিলেন রায়পুরা পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান (রুবেল), শ্রী জীতেন্দ্র লাল ভৌমিক, তাপশ পাল, সংকর দত্ত প্রমূখ।
 
কমিটি সূত্রে জানা যায়, ঐতিহ্যেবাহী রায়পুরা থানা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরটি রায় বংশীয় আমল থেকে দীর্ঘদিন যাবত ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করে আসছে। সম্প্রতি ইন্জিনিয়ার বাবু মানিক কে ভট্টাচার্যের স্বর্গীয় পিতৃদেব বীর মুক্তিযোদ্ধা রাখাল ভট্টাচার্য স্বৃতী চারনের লক্ষ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেন। ভবন নির্মাণ শেষে উদ্বোধন করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর