কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও এ জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ মার্চ) সকালে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালনের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের নির্বাহী কমিটির সভাপতি রোখসানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মইনুজ্জামান অপু, জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ কামরুজ্জামান,করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা, করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ,খ,ম সিদ্দিক দুলাল, করগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক আফরোজ, করগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কবির, করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ, জারইতলা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন বাদল, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তোতন ছাড়াও জিনিয়াস এডুকেশন কমপ্লেসের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ।
এই উপলক্ষে অনুষ্ঠানে খেলার মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ পাস্ট, বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করেছে । এছাড়াও জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাধ্য যন্ত্রের তালে বিভিন্ন ধরনের নিত্য পরিবেশন করে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথি এবং দর্শকবৃন্দের ব্যাপক দৃষ্টিনন্দন করে।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী তৌফিকুল ইসলাম রবিন। প্রতি বছরের ন্যায় জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: