মসিকের ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেনের জয়জয়কার

ময়মনসিংহ প্রতিনিধি | ৬ মার্চ ২০২৪, ১৮:১২

মসিকের ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেনের জয়জয়কার
আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন আগামী শনিবার( ৯ মার্চ) অনুষ্ঠিত হবে।এ নির্বাচন উপলক্ষে গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত মেয়র,সংরক্ষিত মহিলা কাউন্সিল ও  কাউন্সিলর প্রার্থীরা।
 
ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন প্রার্থীরা নবীন কাউন্সিলর প্রার্থী মোঃআবুল হোসেন(ঝুড়ি)প্রতিকে।
 
জানা যায় যে,মঙ্গলবার বিকেলে মসিকের নতুন ২৯ নং ওয়ার্ডের এলাকায় ঝুড়ি প্রতিকের জয়জয়কার শুনা যাচ্ছে ভোটারদের মাঝে।নবীন প্রার্থী ভোটারদের মনে স্থান করে নিয়েছে।এলাকাটি খুবই অবহেলিত তাই ভোটাররা একআট্টা হয়ে গেছে আবুল হোসেন ঝুড়ি প্রতিকের উপর।
 
কাউন্সিলর প্রার্থী মোঃ আবুল হোসেন (ঝুড়ি ) বলেন,আমি আপনাদের ঘরের সন্তান, আমি হতে চাই ২৯ নং ওয়ার্ডের সমাজের সেবক।আমি আপনাদের মায়ায় থাকতে চাই আজীবন। এলাকায় মাদক ও জুয়া  মুক্ত করবো।
তিনি আরও বলেন,ভূমি জবরদখল মুক্ত করব।আমি বিজয়ী হতে পারলে  অবহেলিত ২৯ নং ওয়ার্ডকে আলোর মুখ দেখাবো। 
 
এসময় সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল লতিফ, মোঃ মজিবুর রহমান, মোঃ জবেদ আলী,শহিদুল  ইসলামসহ এলাকার গণ্যমান্য একটি বর্গ উপস্থিত ছিলেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর