ফরিদপুর শহরে অবৈধ বালির ট্রাক চলাচল বন্ধ, সড়ক দুর্ঘটনায় নিহত আলভি হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
ফরিদপুরবাসীর ব্যানারে সোমবার (৪ মার্চ) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তাগণ জানান, কোনপ্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে শহরে দিনেরাতে হরহামেশা অবাধে বালির ট্রাক চলাচল করছে। এতে দুদিন আগে আলভি নামে এক যুবক মারা গেছেন। তারপরেও বালির ট্রাক চলাচল বন্ধ হয়নি। তারা এতে ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, শহরের মুজিব সড়কের ডিসি অফিস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত খুবই জনবহুল। এখানে অনেকগুলো হাসপাতাল ও স্কুলও রয়েছে। প্রতিদিন ছাত্রছাত্রী ও রোগী সহ সাধারণ জনগণকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার করতে হয়। সড়কের উপরে কোন জেব্রা ক্রসিংও নেই।
তারা আরো বলেন, বালির ট্রাকের চাপায় আলভির মৃত্যুর পরে তিনধাপের গতিরোধক তুলে ফেলা হয়েছে। তবে এখন পর্যন্ত বালির ট্রাক চলাচল নিয়ন্ত্রণে আসেনি। আমরা চাইনা আর কোন মায়ের কোল খালি হোক। তারা এজন্য স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়র সহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে নিহত আলভির সহকর্মী শবনম বেগম, নুরে আলম বাপ্পি, শফিকুল ইসলাম, দীন মোহাম্মদ, রমজান আলী প্রমুখ বক্তব্য দেন।
এর আগে গত শনিবার রাতে মুজিব সড়কে চলাচলরত বালিবাহী বেপরোয়া ট্রাকের চাপায় মোমিন আহমেদ আলভি নামে ২৪ বছরের এক যুবকের মৃত্যু হয়। সোমবার পর্যন্ত ট্রাকটি সনাক্ত করা যায়নি। চালকও পলাতক আছেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: