ফরিদপুরের সালথায় কৃষক এসকেন সরদার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
রোববার (০৩ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন বিশু শেখ, কামরুল মাতুব্বর, আলম ফরাজি, বিকুল সরদার ও রুবেল মাতুব্বর। সকলেরই বাড়ী জেলার সালথা উপজেলার বিভিন্ন গ্রামে।
উল্লেখ্য, ২০২৬ সালের ২১ ডিসেম্বর জেলার সালথা উপজেলার দক্ষিন আটঘর গ্রামের বাসিন্দা কৃষক এসকেন সরদার এর রক্তাক্ত মরদেহ জয়কাইল এলাকার একটি ফসলী ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় এসকেন সরদারের ছেলে ইয়াসিন সরদার বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেন। স্বাক্ষী ও শুনানী শেষে হত্যাকান্ডে জড়িত ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালতের বিচারক।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: