শেরপুরের নালিতাবাড়ীতে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২ মার্চ) রাতে প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে কেক কাটার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা ও বাংলাভিশন প্রতিনিধি এমএ হাকাম হীরা, সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলো প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, সিনিয়র সহ-সভাপতি ও বৈশাখী টিভি প্রতিনিধি বিপ্লব দে কেটু, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি জাফর আহমেদ, অর্থ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ প্রতিনিধি এম সুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক খবর প্রতিনিধি মঞ্জুরুল আহসান ক্যাবল, কল্যাণ তহবিল সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মেহেদী হাসান সাকিব, বাংলার কাগজ প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ প্রমুখ।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: