ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার মেইন রোডে আড়াই ঘণ্টা চেষ্টায় পেট্রোলের আগুন নেভালেন ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।
জানা যায়, শনিবার দুপুর দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ইসলাম এন্ড ব্রাদার্স নামক ডিজেল ও পেট্রোলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। আগুনে কয়েকটি দোকান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা ফায়ার সার্ভিস তথ্য অনুযায়ী, ইসলাম এন্ড ব্রাদার্স ডিজেল ও পেট্রোলের দোকান থেকে আগুন শুরু হয়।
আরও জানাযায় যে,দোকানের ড্রাম গসার পর সরানোর সময় আগুন লাগে। আগুনে পুরে যায় ইসলাম এন্ড ব্রাদার্সের দোকান। আশপাশের কয়েকটি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দোকানের প্রোপাইটার নুরুল ইসলাম বলেন, দোকানের আমরা ছিলাম না ছিল কর্মচারী। ড্রাম সরানোর সময় আগুন লাগে। আমার ধারণা করছি, প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, ইসলাম এন্ড ব্রাদার্স দোকানে ডিজেল, পেট্রোল ও সরিষার তেল বিক্রি করে। দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয়। ৬টি ইউনিট প্রায় সাড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, সহকারী কমিশনার (ভুমি) সেলিনা আক্তার, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শরাফ উদ্দিন, জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক এডঃ মফিজ উদ্দিন মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: