কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২ মার্চ ২০২৪, ১৯:৫৬

কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপিত
কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
 
 শনিবার (২ মার্চ) এ উপলক্ষে জেলা নির্বাচন অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
পরে এই উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক )রুবেল মাহমুদ ।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আল আমিন হোসাইন ,কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মাহাবুবুর রহমান , উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফাওজুল কবীর খান, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, জেলা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মোঃ হেলাল উদ্দিন নতুন ভোটার আয়শা আক্তার প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর