কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ১৪০  পিস ইয়াবা সহ গ্রেফতার ২

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২ মার্চ ২০২৪, ১৯:১৯

কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ১৪০  পিস ইয়াবা সহ গ্রেফতার ২
কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
 
পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ) মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত শুক্রবার ০১ মার্চ সন্ধ্যা ০৬.২০ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর থানাধীন কিশোরগঞ্জ সদর থানাধীন গাইটাল জেমিনি রোড সাকিনস্থ পরশ ভবনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। আনিকা (১৯), স্বামী- ইব্রাহিম খলিল, স্থায়ী সাং- চরপাড়া (মেরেঙ্গা বাজার সংলগ্ন), থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ, পিতা- মৃত নরুল ইসলাম ফোটন, অস্থায়ী সাং- হোগলাকান্দি, থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জ, ২। মোঃ পিয়েল আহমেদ শুভ (২০), পিতা- মোঃ জামাল উদ্দিন, সাং- কিসমত কচুরী, খানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেছে ।
 
এ সময় মাদক ব্যবসায়ীদের হেফাজতে থাকা সর্বমোট ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে সন্ধ্যা ০৬.৩০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে।
 
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর