কারো মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবেন না: মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ২৮ ফেব্রুয়ারী ২০২৪, ২১:১১

কারো মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবেন না: মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু
আপনারা কেউ কোন প্রার্থীর মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাস করবেন না, কেউ বিভ্রান্ত হবেন না, নির্বাচনে অনেকেই মিথ্যা প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করতে চাইবে, শুনেছি একজন প্রার্থী সিটি কর্পোরেশনের এখতিয়ারের বাইরে অসম্ভব কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে দিবে, ব্রহ্মপুত্র নদ খনন করে দিবে, আবার আরেক প্রার্থী প্রচারণা চালিয়ে বলছেন কর ফ্রী করে দিবেন, আসলে বাস্তবে এসব কথার কোন ভিত্তি নেই এবং সম্ভব না, সিটি কর্পোরেশন একটি নিদিষ্ট বিধিমালা ও আইন অনুযায়ী চলে, এছাড়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পরিপত্র অনুসরণ করে।
 
পাশাপাশি তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় করা এবং ব্রহ্মপুত্র নদ খনন করা এগুলো শিক্ষা এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাজ, এজন্যই আপনাদের উদ্দেশ্য বলতে চাই কেউ কোন প্রার্থীর মিথ্যা প্রতিশ্রুতি  দিলে বিশ্বাস করবেন না এবং বিভ্রান্ত হবেন না ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ( মসিক) মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনাপাড়ে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্য এসব কথা বলেন।
 
এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিটির উন্নয়নে যেসব প্রকল্প বরাদ্দ দিয়েছেন এসব প্রকল্পগুলো দৃশ্যমান হলে নগরীর  চেহারা পাল্টে যাবে। এজন্য অসমাপ্ত ও প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করতে এবং একটি পরিকল্পিত সমৃদ্ধ আধুনিক ময়মনসিংহ নগরী গড়তে সকলের সহযোগিতা এবং আগামী ৯ মার্চ আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।
 
গণসংযোগকালে উপস্থিত ছিলেন  আওয়ামী লীগ ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর