কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ১১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৪৬

কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ১১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর পশ্চিমপাড়া এলাকা থেকে আব্বাছ মিয়া ( শুকুর আলী) ৪০ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্বাছ মিয়া(শুক্কুর আলী) ভৈরব উপজেলার কালিপুর এলাকার মৃত তারু মিয়ার ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মো: নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ০৭.০৫ মিনিটের সময় ভৈরব থানাধীন কালিপুর পশ্চিমপাড়া সাকিনস্থ কালিপুর ব্রীজের ১০০ গজ পূর্ব পাশে মো: গোলাম মোস্তফা এর দোকানের সামনে গাউছুল আজম রোডের দক্ষিণ পাশে এক  অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আব্বাস মিয়া শুক্কুর আলী  (৪০) কে  গ্রেফতার করেছে ।
 
এ সময় মাদক ব্যবসায়ীর হেফাজতে থাকা সর্বমোট ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে সন্ধ্যা ০৭ .২০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে।
 
কিশোরগঞ্জ জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর