অচেনা ড্রাইভারের কাছে গাড়ির চাবি তুলে দিবেন না: মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু 

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ২২:২৮

অচেনা ড্রাইভারের কাছে গাড়ির চাবি তুলে দিবেন না: মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এবং ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, আপনারা অচেনা ড্রাইভারের কাছে গাড়ির চাবি তুলে দিবেন না। একটু আগে শুনে আসলাম একজন মেয়র প্রার্থী সিটি কর্পোরেশনের এরিয়া থেকে ৩ মাইল দূরে গিয়ে ভোট চেয়েছেন। সেই এলাকার লোকজন বলেছে কি ভোট চাইতে এসেছেন, এটাতো ইউনিয়ন, আপনি সিটি এরিয়া ছেড়ে সদরে চলে এসেছেন। 
 
এজন্য বলি অচেনা ড্রাইভারের কাছে গাড়ির চাবি (ভোট) তুলে দিবেন না, দিলে গাড়ি যাবে খাদে, সেই সাথে আপনারাও যাবেন, তাই আগামী ৯ মার্চ আপনাদের পছন্দের ও বিপদে আপদে পাশে দাঁড়ানো লোককে ভোট দিবেন। মঙ্গলবার আসন্ন ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণার ৫ম দিনে নগরীর ৩১নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম ও বীনপাড়া এলাকায় গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন মসিক নির্বাচনে ঘড়ি প্রতীকে মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু।
 
তিনি আরও বলেন-এই এলাকার আগের অবস্থা কেমন ছিল, এখন কেমন পরিবর্তন হয়েছে তা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমি বিগত সময়ে আপনাদের সাথে নিয়ে কাজ করেছি। ভাত, মাংস, মাছ, তরকারি রান্না হয়েছে এখন শুধু ডাল হতে বাকি আছে। এই এলাকার চলাচলের রাস্তা নির্মাণ-প্রশস্তকরণ, সড়ক বাতিসহ নানা উন্নয়ন সাধিত হয়েছে, শুধু ড্রেনের ব্যবস্থার কাজ বাকি আছে, এটাও শেষ হয়ে যাবে। এছাড়াও ইকরামুল হক টিটু নগরীর ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ড এলাকার বেরিবাধ, বিনপাড়া, ঋষিপাড়া, মেইল গেইট, পাওয়ার স্টেশন, রঘুরামপুর টানপাড়াসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও এলাকাবাসীদের সাথে মতবিনিময় করে ঘড়ি প্রতিকে ভোট চেয়েছেন।
 
গণসংযোগকালে এলাকাবাসীদের উদ্দেশ্যে মেয়র প্রার্থী টিটু বলেন, করোনাকালীন সময়ে আমি মারাও যেতে পারতাম, কিন্তু আপনাদেরকে ছেড়ে যাইনি, একদিনের জন্যও ঘরে বসে থাকিনি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পাশে ছিলাম। অসমাপ্ত ও প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করতে এবং একটি পরিকল্পিত সমৃদ্ধ আধুনিক ময়মনসিংহ নগরী গড়তে আগামী ৯ মার্চ আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে টেবিল ঘড়ি প্রতীকে ভোট চাই।
 
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত জাহান মুকুল, সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, দপ্তর সম্পাদক দ্বীন ইসলাম ফখরুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল্লাহ আল মামুন আরিফ, ৩১ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক ওসমান গনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ আওয়ামী লীগ ও অঙ্গ  সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর