রানীশংকৈলে নৈশ কোচের ধাক্কায় আহত ভ্যান চালকের মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ | ২২ ফেব্রুয়ারী ২০২৪, ২১:০২

রানীশংকৈলে নৈশ কোচের ধাক্কায় আহত ভ্যান চালকের মৃত্যু
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আনারুল ইসলাম ( ৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ঘুঘুডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত. আনারুল ইসলাম উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের আশিরউদ্দীনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, নেকমরদ থেকে রাণীশংকৈলগামী নৈশ কোচ হানিফ এন্টারপ্রাইজ রাণীশংকৈলমুখী ভ্যানচালককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মাটিতে পড়ে গেলে গাড়ির চাকায় ওই ভ্যানচালকের একটি পা পিষ্ট হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 
সেখান থেকে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর