কিশোরগঞ্জর পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৪৩

কিশোরগঞ্জর পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস  নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ায় দোকান ভাঙচুর সহ বেশ কয়েকজন আহত হয়েছে।
 
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সুখিয়া বাজারে এই দুর্ঘটনাটি ঘটেছে ।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা সদরের গাইটাল বাস স্ট্যান্ড  থেকে ছেড়ে আসা ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস চলন্ত অবস্থায় পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি  দোকানে ঢুকে পড়ে। এতে দোকান ও দেওয়াল ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়।
 
পাকুন্দিয়া থানার অফিসার্স ইনচার্জ  আসাদুজ্জামান টিটু সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর