ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লীতে এক ঘন্টার মধ্যে চুরি যাওয়া চার্জার ভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোর চক্রের মুলহোতাসহ ২জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: পঞ্চগড় জেলার কায়েতপাড়া এলাকার আইবুল হকের ছেলে আল আমিন ইসলাম (২১), ও একই জেলার লাটুয়াপাড়া গ্রামের মৃত হাসিবুলের ছেলে নাজমুল (২২)।
জানা যায়, ভূল্লী বাজারের টিন ব্যবসায়ী কালামের দোকানের সামনে হতে একটি চার্জার ভ্যান চুরি হয়। পরে স্থানীয়দের সহযোগীয় অভিযান চালিয়ে দুই চোরকে আটক করা হয়।
ভ্যান চুরির চক্রের মূলহোতাসহ
আটক দুইজনের বিরুদ্ধে ভূল্লী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁও জেলায় যেকোন ধরনের অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সবসময় প্রস্তুত। আমাদের সকল ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: