ছাদ থেকে পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি | ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫৮

ফাইল ছবি

পাবনার বেড়ায় ছাদ থেকে পড়ে ৩ সন্তানের জননী বুলবুলী খাতুন নামের একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ ফেব্রয়ারি) দুপুর ১২ টার দিকে বেড়া পৌর মহল্লার মৈত্রবাধা এলাকায় এ ঘটনা ঘটে । নিহত বুলবুলী খাতুন(৪০) বেড়া পৌর মহল্লার মৈত্রবাধা এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী।

জানা যায়, উজ্জ্বল হোসেনের স্ত্রী বুলবুলী খাতুন বাড়ির ছাদে ধান শুকাতে গিয়েছিল। হঠাৎ করে ছাদ থেকে নিচে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পায়। স্থাণীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত জানান, পৌর এলাকার বুলবুলী খাতুন নামের একজনকে মাথায় গুরুতর আঘাতপাপ্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এসছিলেন,কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

বেড়া মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি রাশিদুল ইসলাম ঘটনার সত্যাতা স্বিকার করে জানান,নিহত বুলবুলী খাতুন ছাদে থেকে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি নিহতের ছোট মেয়ে ও তার মা দেখেছেন। এটা একটা দুর্ঘটনা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর