নালিতাবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫১

নালিতাবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে ২০০ গ্রাম গাঁজাসহ আহসান হাবিব হেলাল (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
 
রবিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে গ্রেফতারকৃত আহসান হাবিব হেলালকে শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার নয়াবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহসান হাবিব হেলাল ওই এলাকার মৃত ইমান আলীর পুত্র।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আহসান হাবিব হেলালকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর