বেতন ভাতা বন্ধের উদ্যোগ এমপি'র, কর্মস্থলে ফিরছেন ২৬ জন চিকিৎসক-নার্স-কর্মচারী

আনোয়ার হোসেন আকাশ | ১৭ ফেব্রুয়ারী ২০২৪, ২১:৫৮

বেতন ভাতা বন্ধের উদ্যোগ এমপি'র, কর্মস্থলে ফিরছেন ২৬ জন চিকিৎসক-নার্স-কর্মচারী
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুলের ইসলাম সুজনের পদক্ষেপে দুটি হাসপাতালে ২৬ জন চিকিৎসক, নার্স ও কর্মচারী স্ব-স্ব কর্মস্থলে ফেরার সিদ্ধান্ত হয়েছে। ডেপুটেশন বাতিল হওয়ায় ছাড়পত্র নিয়ে আগামীকাল রবিবার পুনরায় কাজে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। 
 
বিয়ষটি বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার এবং হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম উজ্জামান ডেপুটেশন বাতিল ও কর্মস্থলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
এই দুজন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ০২ জন চিকিৎসক, ১৭ নার্স ও ০৭ কর্মচারী স্ব-স্ব কর্মস্থল ছেড়ে জেলা শহরে হাসপাতালে ডেপুটেশন নিয়ে কাজ করছিলেন। এর ফলে সীমান্তবর্তী দুই উপজেলার রোগীদের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছিল। 
 
দুটি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলামের সামনে তুলে ধরলে সভায় ডেপুটেশনে থাকা চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রাখার সুপারিশ করে পত্র পাঠানো হয় সিভিল সার্জনের দপ্তরে। সেই পত্র পাওয়ার পর সিভিল সার্জন গত বৃহস্পতিবার ২৭ জনের ডেপুটেশন বাতিল করে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা দিয়েছেন। 
 
দুজন কর্মকর্তা বলছেন, হাসপাতালে জনবল সংকটের কারণে সেবা নিতে আসা রোগীদের সমস্যা হচ্ছে। আমরা হিমশিম খাচ্ছি সেবা প্রদান করতে গিয়ে। এর উপর আবার এই ২৭ জন ডেপুটেশন নিয়ে শহরের হাসপাতালে গিয়েছিল। আগামী রবিবার তারা যোগদান করলে সংকট অনেকটাই দুর হবে। 
 
ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব আমার কাধে। আমি চাই সীমান্তের দুই হাসপাতালে এসে সাধারণ মানুষ বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সেবা পাবে। এর জন্য মহান সংসদে শুণ্যপদ গুলোতে চিকিৎসক পদায়ন চেয়েছি। হাসপাতালগুলোর সেবার মান উন্নয়নে সকল পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর