ইটনায় ভুয়া চিকিৎসক পরিচয়ধারীকে মোবাইল কোর্টের জরিমানা, চেম্বার সিলগালা

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:২৯

ইটনায় ভুয়া চিকিৎসক পরিচয়ধারীকে মোবাইল কোর্টের জরিমানা, চেম্বার সিলগালা
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ভুয়া চিকিৎসক পরিচয়ধারী মোঃ আবু বাছেদ চৌধুরী কে মোবাইল কোর্ট পরিচালনা কালে জরিমানা সহ  চেম্বার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার  সদর ইউনিয়নের পূর্ব গ্ৰাম এলাকায় সনদ ছাড়া ‘চিকিৎসক’ পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং চেম্বার সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিক দেব এবং ইটনা থানা পুলিশ সদস্যরা।
 
 
স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ইটনা উপজেলায় পলিপাস-পাইলসসহ বিভিন্ন ধরনের চিকিৎসা করে আসছিলেন মোঃ আবু বাছেদ চৌধুরী। এছাড়াও তিনি নিজেকে সাংবাদিক দাবী করতেন।
 
মোঃ আবু বাছেদ চৌধুরী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মোঃ মঞ্জুরুল হক চৌধুরীর ছেলে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর