কিশোরগঞ্জের হোসেনপুরে ইভটিজিংয়ের দায়ে অভিযুক্ত ইভটিজার গ্রেফতার

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ২০:২৩

কিশোরগঞ্জের হোসেনপুরে ইভটিজিংয়ের দায়ে অভিযুক্ত ইভটিজার গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুরের গোবিন্দপুরে ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদকারীর উপর হামলা করে আহত করার ঘটনার মামলার ১নং নম্বর আসামি ইভটিজার ছানাউল্লাহ কে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার অফিসার্স ইনচার্জ নাহিদ হাসান সুমনের নেতৃত্বে , এস আই সুশান্ত চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার এসআই শরিফুল, এএসআই তুহিন মিয়া এবং সঙ্গীয় ফোর্স সহ কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকায় এক অভিযান পরিচালনা করে ইভটিজার ছানাউল্লাহকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ইভটিজার ছানাউল্লাহ হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকার হাসেম উদ্দিনের ছেলে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন সংবাদ মাধ্যম কে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে এক ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদকারীর উপর হামলা করে আহত করার ঘটনার মামলার প্রধান আসামি ইভটিজার ছানাউল্লাহকে হোসেনপুর থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

এই ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান হোসেনপুর থানার অফিসার্স ইনচার্জ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর