নালিতাবাড়ীতে বসন্ত বরণ উৎসব পালিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫৫

নালিতাবাড়ীতে বসন্ত বরণ উৎসব পালিত
ফাগুনের প্রথম দিন উৎসবে রঙ্গিন এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে শিশু ও বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে।
 
মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে পৌরশহরের সেজুঁতি বিদ্যানিকেতনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অসীম দত্ত হাবলু, জয়জিৎ দত্ত শ্যামল, প্রভাষক স্বপ্না খাতুন, শিক্ষক মাহমুদুল হাসান লিটন, সাংবাদিক শাহাদত তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর