শিক্ষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, একজন শিক্ষার্থী সারা বছর পরিশ্রম করে যে নম্বর পেল, আরেকজন সারা বছর লেখাপড়া না করে সেই নম্বর যেন না পায়। পরীক্ষা শতভাগ স্বচ্ছ হতে হবে, এ স্বচ্ছতা আপনাদের হাত ধরে আসবে। পরীক্ষা শতভাগ স্বচ্ছ হতে যতটুকু কঠোর হতে হয় ততটুকু কঠোর হব। স্বচ্ছ পরীক্ষার ক্ষেত্রে আমরা আপনাদের উপর নির্ভরশীল। যদি কোন শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন পাওয়া যায় সাথে সাথে বহিস্কার করা হবে। যদি একশ বাচ্চার হাতে মোবাইল ফোন পাওয়া যায়, একশ বাচ্চাকেই বহিস্কার করা হবে। শিক্ষার্থীদের সাথে কোন লুকোচুরি খেলা খেলতে চাই না। আমার ম্যাসেঞ্জ পরিস্কার।
সোমবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হল রুমে এসএসসি,দাখিল(ভোকেঃ)পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় অনুষ্ঠিত হয়।
এ সময় সহকারী কমিশনার (ভুমি) সেলিনা আক্তার, ওসি (তদন্ত)ওবায়দুর, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: