লক্ষ্মীপুরের রায়পুরে তিন ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে আশি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে বুধবার (৭ই ফেব্রুয়ারী) এই জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি) মনিরা খাতুন।
দুপুর একটা নাগাদ পরিচালিত এই অভিযানে মেসার্স এস জাহান ফার্মেসীকে ৩০ হাজার। আনোয়ারা ফার্মেসীকে ২০ হাজার ও মেসার্স এস,এস,কে সানি ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, নভেম্বর ২০২১ সালের আগে ও পরে মেয়াদ শেষ হওয়া ঔষধ পাওয়ার দায়ে এই জরিমানা করা হয়েছে।
জরিমানা প্রদান করা ফার্মেসীর একটি মেসার্স আনোয়ারা ফার্মেসী স্বত্বাধিকারী ফখরুল আলম জুয়েল বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় আমার প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করেছি। সমপরিমান জরিমানার রশিদ বুঝে পেয়েছি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুটি ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা ও একটিকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহ-পরিচালক নুর হোসেন, পুলিশের সদস্যসহ সংশ্লিষ্টরা।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: