নওগাঁয় একজন ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে বাড়িতে ৩৫০ বস্তা চাল মজুদ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।
উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম জানায়, পারইল গ্রামের ব্যবসায়ী দ্বিনেশ চন্দ্র পার্শ্ববতী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ধান-চালের ব্যবসা পরিচালনা করে আসছেন। সারাদেশে মজুদদারের বিরুদ্ধে অভিযান শুরু হলে দ্বীনেশ চন্দ্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ৩৫০ বস্তা চাল বাড়ীতে এনে মজুদ করে রাখেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পারইল গ্রামে দ্বিনেশ চন্দ্রের বাড়ীতে অভিযান চালিয়ে কৃষি বিপনন আইনে অবৈধ্য ভাবে মজুদ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামী ৭ দিনের মধ্যে মজুদকৃত চাল বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল হক, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: