পাবনায় তিনদিনের কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

স্টাফ রিপোর্টার, পাবনা | ৬ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৩০

পাবনায় তিনদিনের কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনা সদর উপজেলায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা।

অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাহানা পারভীন লাবনী'র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ শিখনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আহসান হাবিব, কৃষক রাকিব হোসেন, কৃষক জালাল উদ্দিন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাহানা পারভীন লাবনী জানান, আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন সবকিছুই যন্ত্রের মাধ্যমে হচ্ছে। চাষাবাদ, বীজ বপন, নিড়ানি, সার দেয়া, ফসল কাটা, মাড়াই, ঝাড়া ও প্যাকেটিং পর্যন্ত সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে।

তিনি আরও বলেন, কৃষির যান্ত্রিকীকরণের ফলে একদিকে যেমন উৎপাদনের পরিমাণ বাড়ছে, অন্যদিকে তেমনি উৎপাদন ব্যয় কমছে। একইসঙ্গে ফসলের অপচয়ও কমছে। তাই এই কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকদের কৃষি প্রযুক্তির ব্যবহারের আগ্রহ বাড়বে বলে মনে করেন তিনি।

শেষে মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ৪ ফেব্রুয়ারি এ মেলা শুরু হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর