জিনিয়াস স্কুলের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৩ ফেব্রুয়ারী ২০২৪, ২১:৪৫

জিনিয়াস স্কুলের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও এ জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের ২০২৪ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের মুক্তমঞ্চে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের উপদেষ্টা ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম সিদ্দিক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আফরোজ, বিদ্যালয়ের উপদেষ্টা ফজলুল হক মোল্লা, বিদ্যালয়ের উপদেষ্টা নিখিল চন্দ্র ঘোষ, জহিরুল হক জগলু।এই উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী তৌফিকুল ইসলাম রবিন। আলোচনা সভায় বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের উদ্দেশ্যে স্মৃতিচারণ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা বিদায়ী শিক্ষার্থীর হাতে বিশেষ ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর