ফরিদপুরের সালথায় চাকায় পিষ্ট হয়ে নির্মলা রানী পতনদার (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সালথা সদর বাজারের স্কুল রোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নির্মলা রানী পতনদার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃত বিনয় কুমার পতনদারের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানা পুলিশ।
নিহতের পরিবার জানান, নিহত নির্মলা রানী নাতির মোটরসাইকেলে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সালথা সদর বাজার পার হওয়ার পর স্কুল রোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট ১৪-৬১৪৪) ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ওপর উঠে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় ঘটনাস্থল থেকে ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
আপনার মূল্যবান মতামত দিন: