নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ৭ জুয়ারী গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৪৯

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ৭ জুয়ারী গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে।
 
শনিবার (৩ ফেব্রুয়ারি) গভীররাতে উপজেলার নন্নী ইউনিয়নের কাচিমৌ সুরুজ আলীর আবাদী পতিত জমি থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার নন্নী ইউনিয়নের কাচিমৌ গ্রামে অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় কাচিমৌ গ্রামের জালাল উদ্দিন (৬৬), রুমান মিয়া (১৯), দক্ষিণ বনকুড়া গ্রামের হযরত আলী (৩২), মমিজল হক (৩৫), নিশ্চিন্তপুর গ্রামের মোঃ সোহেল (২২), নবী হোসেন (১৯), মো: জালাল উদ্দীন (৪৫) কে গ্রেফতার করা হয়।
 
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর