শেখ হাসিনা সরকারের টানা চতুর্থবার এবং মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
শনিবার (০৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের টেন্ট থেকে এক শোভাযাত্রা বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখ পাড়া বাজার হয়ে আবার দলীয় টেন্টে সমবেত হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার সহ প্রায় শতাধিক নেতাকর্মী।
শোভাযাত্রা শেষে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ইবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই টানা চতুর্থবার নির্বাচিত হওয়ায়। আমরা আমাদের সাপ্তাহিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি চলমান রাখবো। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকের এই আনন্দ মিছিলের পর প্রতি সপ্তাহে বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবো। পর্যায়ক্রমে ছয়টি ফ্যাকাল্টি এবং হল শাখার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমাদের কার্যক্রম আরো গতিশীল করে তুলবো।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: