একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২ ফেব্রুয়ারী ২০২৪, ২১:৩৩

একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত
'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
 
'সভ্যতা বিকাশে পাঠাগারের ভূমিকা''  শিরোনামে একুশে পাঠচক্রের ২৬তম আসরে সহকারী অধ্যাপক নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, শেরপুর জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, কবি রীতেশ কর্মকার,নালিতাবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী,শিশু শিক্ষার্থী মার্জান,তাসনিম মাশুক।উপস্থাপনা করেন সাদ্দাম হোসেন।
 
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মাহমুদুল আহসান লিটন,আবৃত্তিকার অরুপ দেবনাথ,শিক্ষক শান্তি সাহা,শিক্ষক অমিত চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, গণতন্ত্রের সাফল্যে গ্রন্থাগারের ভূমিকা টেলিভিশন, রেডিও, প্রচার মাধ্যম কোনোটার চেয়ে কম নয়। আধুনিক বিশ্বে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা দিনে দিনে বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে তাই বড় বড় গ্রন্থাগার স্থাপিত হয়ে আসছে। লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম, মস্কোর লেনিন গ্রন্থাগার, ওয়াশিংটনের সাধারণ পাঠাগার প্রভৃতি বিশ্বের উল্লেখযোগ্য গ্রন্থাগারগুলোর অন্যতম।
 
দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন মিথিল সাহা,তাসনিম মাশুক।কবিতা আবৃত্তি করেন আসওয়াদ,শাহিদা,ইচ্ছে সাহা প্রমুখ।গান পরিবেশন করেন লেখক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,সেঁজুতি সাংস্কৃতিক একাডেমির শিক্ষক মনি গাঙ্গুলি।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর