ডিজিটাল ডিভাইস ও অসদুপায় অবলম্বন

শেরপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩ জনের কারাদণ্ড, বহিষ্কার ৩৯

শেরপুর প্রতিনিধি | ২ ফেব্রুয়ারী ২০২৪, ২১:২৯

শেরপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩ জনের কারাদণ্ড, বহিষ্কার ৩৯
শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করার অভিযোগে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
এ সময় এছাড়াও পরিক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
 
এ বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.ওবায়দুল হক।
 
জানা যায়, দন্ডিতদের  মধ্যে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রের সেমিনা বেগম ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের রফিকুল ইসলামকে একমাস এবং আইডিয়াল স্কুল কেন্দ্রের শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
জানাযায়, ২ ফেব্রুয়ারী (শুক্রবার) অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় এ বছর শেরপুর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ৩৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪২৪ জন। ২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর