৩ বছর পেরিয়ে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, ভোগান্তিতে পৌনে ১ লাখ মানুষ

কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধি | ২ ফেব্রুয়ারী ২০২৪, ২০:২২

২ বছর পেরিয়ে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, ভোগান্তিতে পৌনে ১ লাখ মানুষ
উপজেলা ঘোষণার প্রায় তিন বছর হয়ে গেলেও সরকারি সেবা দেয়ার ক্ষেত্রে কাঙ্ক্ষিত জনবল ও অবকাঠামো কিছুই নেই মাদারীপুরের ডাসারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিসসহ গুরুত্বপূর্ণ কোনো দফতর না থাকায় ভোগান্তিতে প্রায় পৌনে এক লাখ মানুষ।
 
জানা গেছে, ২০২১ সালের ২৬ জুলাই মাদারীপুরে ডাসারকে উপজেলা ঘোষণা করা হয়। এরপর ২০২২ সালের ১৪ আগস্ট নিয়োগ দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। একটি কলেজের কয়েকটি রুম ভাড়া নিয়ে  চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম । নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  ফায়ার সার্ভিস,কৃষি অফিস,পশু অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরসহ গুরুত্বপূর্ণ ২০ কর্মকর্তার পদ খালি পড়ে আছে প্রায় তিন বছর সময় ধরে। এতে কাঙ্ক্ষিত সেবা নিতে অন্য উপজেলায় গিয়ে  বিড়ম্বনা আর ভোগান্তি পোহাচ্ছেন উপজেলাবাসী।
 
একাধিক সূত্র জানায়, কাজীবাকাই, ডাসার, নবগ্রাম, গোপালপুর ও বালিগ্রাম ইউনিয়ন নিয়ে এ উপজেলার আয়তন ৭৬.৮ বর্গকিলোমিটার। কালকিনি উপজেলা থেকে ৫টি ইউনিয়ন কেটে গঠিত হয় ডাসার উপজেলা। নবগঠিত এ উপজেলার জনসংখ্যা ৭৫ হাজার ১৭৩ জন। উপজেলা প্রশাসনের ২৩ দফতরের মধ্যে চালু আছে ভূমি অফিস,  সমবায় অধিদপ্তর , যুব উন্নয়ন অধিদপ্তর ও ত্রাণ পুর্ণবাসন কর্মকর্তার কার্যালয়।
 
 
শাফায়েত হোসেন জিহান বলেন, ৩ বছরের কাছাকাছি সময়  হলেও এখন পর্যন্ত পরিপূর্ণ নাগরিক সেবা পাচ্ছি না আমরা। সেই সাবেক উপজেলা কালকিনিতেই যেতে হয়।
 
ডাসারের বাসিন্দা সৈয়দ মিরন  বলেন, 'ডাসার উপজেলা শুধু নামেই হয়েছে, কামে ভোগান্তি। আমরা উপজেলার কোনো কিছুই পাচ্ছি না। উপজেলা হিসেবে কোন সুযোগ-সুবিধা নাই। যত গুরুত্বপূর্ণ কার্যক্রম সব সাবেক উপজেলা কালকিনিতে। ভেবেছিলাম যেহেতু ডাসার উপজেলা হয়েছে, সেহেতু সব ধরনের সুযোগ বাড়বে; কিন্তু বাড়তি খরচ দিয়ে কালকিনিতেই সেবা নিতে হয়। এতে আরো ভোগান্তি বেড়েছে।
 
এই বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ জানান, আগামী বছরের মধ্যেই পরিপূর্ণ সেবা পাবে ডাসার উপজেলাবাসী। এজন্য সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। নতুন কোন উপজেলা সৃষ্টি হলে সব ধরনের সুযোগ-সুবিধা পেতে একটু সময় লাগে। উপজেলা প্রশাসন নাগরিক সেবা দিতে পদ্ধপরিকর। প্রতি সপ্তাহের বুধবার অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের ডাসার উপজেলায় এসে নাগরিক সেবা দিতে বলা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক সেবার প্রয়োজন হলে কালকিনি উপজেলায় গিয়ে সেবা নিতে হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর