শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধি অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন ও ১১৩ বোতল ভারতীয় মদসহ আন্তজেলা মাদক কারবারি চক্রের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম) এর সার্বিক নির্দেশনায় জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক-এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর তারিখ ৯ ঘটিকার সময় শেরপুর সদর থানাধীন কুসুমহাটি বাজারের চৌরাস্তা মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
জানা যায়,গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আল-আমিন মিয়া (২৪) পিতা- মৃত শামছুল হক ও মোঃ সাদ্দাম মিয়া (২২) পিতা- মোঃ ভুট্টু মিয়া উভয় শেরপুর সদর উপজেলা চরপক্ষিমারী ইউনিয়নের টাকিমারী গ্রামের বাসিন্দা।
এ সময় উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
অপর অভিযানে শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১ ফেব্রুয়ারী ১০.৫০ ঘটিকার সময় ঝিনাইগাতি থানাধীন ফুলছড়ি সাকিনস্থ বাশঁকুড়া বাজারের দক্ষিণ মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১৩ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার পূর্বক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
জানা যায়, মাদক কারবারী কার্তিক চন্দ্র সাহা (৪২), মানিকগঞ্জ সদর উপজেলা দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে ও মোঃ আব্দুল হালিম (৩০) ঝিনাইগাতি উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজহার আলী শেখের ছেলে।
ওই সময় উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১,৮১,৫০০/-(এক লক্ষ একাশি হাজার পাঁচশত) টাকা।
এ বিষয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানা এবং ঝিনাইগাতী থানায় পৃথক পৃথকভাবে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: