শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মমিন (২৪) কে গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত মমিন উপজেলার বুরুঙ্গামারী গ্রামের আস্করের ছেলে।
পুলিশ জানায়, ২০১৬ সালে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বেড়াতে আসা এক দর্শনার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলে মামলার বিচারকার্য শেষে আসামি মমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকেই আসামি মমিন পলাতক ছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়াঁ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালিয়ে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মমিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: