কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৫

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি  | ৩০ জানুয়ারী ২০২৪, ২১:৫৭

কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৫
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত এবং পলাতক আসামীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে হয়েছে পুলিশ। 
 
 মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 
 
কোতোয়ালী মডেল থানার  অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৫ অপরাধরকে গ্রেফতার করা হয়। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে।  এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর