ঝিনাইগাতীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 

মোরাদ হোসেন, ঝিনাইগাতী প্রতিনিধি | ৩০ জানুয়ারী ২০২৪, ১৮:১৩

ঝিনাইগাতীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 
শেরপুর এর ঝিনাইগাতীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া। 
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবির,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, অধ্যক্ষ আদর্শ সরকারি ডিগ্রী কলেজ, শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মস্তফা কামাল।
 
এ মেলায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল স্থান পায়। স্টল গুলোর মাধ্যমে ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবন তুলে ধরেন। মেলার পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শন,প্রকল্প মূল্যায়ন, আলোচনা, পুরস্কার বিতরণ ও পরিশেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ মেলায় ঢাকা বিজ্ঞান প্রযুক্তি থেকে ভ্রাম্যমান জাদুঘরের মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি  সম্পর্কে প্রদর্শন  করেন। এ মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষকসহ সাধারণ জনগণ অনেকেই আসে মেলা দেখতে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর