দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমানের কলাপাড়ায় আগমন উপলক্ষ্যে তাকে অভ্যর্থনা জানাতে উপজেলার মহাসড়ক বাইপাস সড়কসহ বিভিন্ন রাস্তার স্বাগত পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিভিন্ন রকমের গেটের পরশা সাজিয়েছেন নেতা কর্মীরা।
তবে ভিন্ন রকমের গেট সাজিয়ে স্থানীয় ও আগত নেতাকর্মীসহ প্রতিমন্ত্রীর নজর কেঁড়েছেন লতাচাপলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান এর করা দুটি গেট। লাল সবুজের কাপড় ও বিভিন্ন রকমের ফুল দিয়ে বাহারী সাঁজে সজ্জিত করছেন গেটের উপরিভাগে বসানো ২০ ফুট দৈঘ্যের নৌকাকে, যা দেখে আকৃষ্ট হয়েছেন প্রতিমন্ত্রী সহ স্হানীয় নেতাকর্মীরা। যার প্রশংসা করেছেন প্রতিমন্ত্রী নিজেই।
ফিরোজ লতাচাপলী ইউনিয়ন আ.লীগের সাবেক প্রচার-সম্পাদক ও বৃহত্তর লতাচাপলী ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি আইয়ুব খান'র ছেলে। যিনি বিএনপি জামায়াত'র সরকারের শাসনামলে ২০০১ সালের ৫জানুয়ারী ও ২০০৬ সালের ৮ অক্টোবর নির্মমভাবে নির্যাতনের শিকার হন। তার পরিবারের সকলেই আ.লীগের রাজনীতির সাথে জড়িত।
ফিরোজ লতাচাপলী ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি, তার বলিষ্ঠ নেতৃত্বে লতাচাপলী ইউনিয়ন ছাত্রলীগ ঐক্যবদ্ধ, বিরোধী দলের নাশকতা ও বিশৃঙ্খলা রোধে মাঠে তার ভূমিকা ও তেজস্বী। তিনি শৈশব থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার ভূমিকা ছিল প্রশংসনীয়, মাঠে হিংসভাগ নেতাকর্মীরা নৌকার বিরোধীতা করলেও তাদের অক্লান্ত পরিশ্রমে বিজয় হয়েছেন নৌকার।
শ্রমিকলীগের সভাপতি লোকমান খান বলেন, ফিরোজ একজন পরিছন্ন ছাত্রলীগের কর্মী, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়'র আগমন উপলক্ষে লতাচাপলীর তুলাতলী ও আলীপুর বাজার চৌরাস্তা সংলগ্ন তার করা গেট দুটি খুবই সুন্দর হয়েছেন।
আ.লীগ নেতা মোঃ জলিল বলেন, ফিরোজ ছাত্রলীগের একজন খাঁটি কর্মী, তার এই ব্যতিক্রমী উদ্যোগে আমরা তাকে সাধুবাদ জানাই, এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্ব ছিল প্রশংসনীয়, যার ফলপ্রসূতিতে আমরা এই ইউনিয়ন থেকে নৌকার আশানুরূপ ভোট পেয়েছি।
ফিরোজ বলেন, আমরা না চাইতেই অনেক কিছু পেয়েছি আমরা তাকে ভোট দিয়ে এমপি বানিয়েছি, প্রধানমন্ত্রী খুশি হয়ে তাকে মন্ত্রীত্ব করে আমাদের উপহার দিয়েছেন। আমরা খুশি হয়ে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়কে লতাচাপলী ইউনিয়ন থেকে আলাদা চমক দেখাতেই আমার নিজ অর্থায়নে এই ব্যতিক্রমী উদ্যোগ।
আপনার মূল্যবান মতামত দিন: