দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে শাহদাব আকবর লাবু চৌধুরী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে বিশাল গণসংবর্ধনা দিয়েছেন উপজেলাবাসী।
শনিবার (২৭ জানুয়ারী) বিকালে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন।
এসময় লাবু চৌধুরীকে লাল গালিচা ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে এসময় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, ইটালী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ, সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, দেবাশীষ নয়ন, আবু সায়েম মিয়া টিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ সহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।পরে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গান পরিবেশন করেন দেশ-বরেন্য কন্ঠ শিল্পী মনির খান।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: