জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে পৌরশহরের সেঁজুতি অঙ্গনে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।
নারী শিক্ষা জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এ শিরোনামে একুশে পাঠচক্রের ২৫তম আসরে নাকশি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক, লেখক জোবায়দা খাতুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আল মামুন, সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষক শান্তি সাহা, শঙ্করী সাহা, শিশু শিক্ষার্থী একুশে দ্যুতি, চন্দ্রিকা দ্যুতি,তাসলিম মাশুক, মিথিল সাহা, ইচ্ছে সাহা, উষসী সাহা, পৌসী সাহা। সঞ্চালনা করেন শিক্ষক অরুপ দেবনাথ।
দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন মিথিল সাহা,তাসনিম মাশুক।কবিতা আবৃত্তি করেন আসওয়াদ, সাব্বির আহমেদ প্রমুখ।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: