নাগরপুরে তিন ব্যক্তির উদ্যোগে রাস্তা নির্মাণ  

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | ২৬ জানুয়ারী ২০২৪, ১৮:৩৪

নাগরপুরে তিন ব্যক্তির উদ্যোগে রাস্তা নির্মাণ  

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের চকগাধর গ্রামে চলাচলের জন্য কোনো রাস্তা ছিল না। ক্ষেতের আইল ধরে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাতায়েত করতে হতো এলাকাবাসীর। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হতো তাদের। এলাকাবাসীর এই দুর্দশা লাগবের জন্য হাফেজ মো. আবুল কাসেম, মো. সেলিম রানা ও ইঞ্জিয়ার আব্দুল গনি নিজেদের ক্রয়কৃত জমির উপর দিয়ে নিজ অর্থায়নে রাস্তা তৈরি করে দেন।

হাফেজ মো. আবুল কাসেম  বলেন, এই এলাকায় মানুষ হাটে বাজারে যেতে হলে অনেক পথ ঘুরে আসতে হয়। রাস্তা না থাকায় গ্রামের মানুষের কষ্ট দেখে রাস্তা বানানোর চিন্তা করি আমার তিন জন। নিজেরা জমি ক্রয় করে এলাকাবাসী জন্য প্রায় ৮শত ফুট রাস্তা নিমাণ করে দেই। তিনি মন্ত্রী মহোদয়ের কাছে রাস্তাটি পাকা করে দেয়ার জোর দাবি জানান।

ছেইমুদ্দিন ও মো. কাইয়ুম প্রামানিক বলেন, হাফেজ মো. আবুল কাসেম, মো. সেলিম রানা ও ইঞ্জিয়ার আব্দুল গনি তারা নিজের উদ্যোগে তাদের জমির উপর দিয়ে রাস্তা করে দিচ্ছেন। এতে অত্র এলাকার মানুষের  চলাচলে বহু দিনের কষ্ট দুর হলো। তাই তাদের এই কাজে কয়েক এলাকার গ্রামবাসী অত্যন্ত খুশি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর