নালিতাবাড়ীতে ডাচ বাংলা ব্যাংক এর উপশাখা উদ্বোধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৫ জানুয়ারী ২০২৪, ১৯:৫৭

নালিতাবাড়ীতে ডাচ বাংলা ব্যাংক এর উপশাখা উদ্বোধন
শেরপুরের নালিতাবাড়ীতে ডাচ্ বাংলা ব্যাংক এর উপশাখা উদ্বোধন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের মধ্যবাজার সাহা মার্কেট এর দ্বিতীয় তলায় এ শাখা উদ্বোধন করা হয়।
 
ডাচ্ বাংলা ব্যাংক নালিতাবাড়ী শাখার ইনচার্জ কবির হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
 
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডাচ্ বাংলা ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান।অন্যান্যের মধ্যে নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, ট্রাক-ট্যাংকলড়ি-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ব্যবসায়ী আবুল ফাত্তাহ নাজমু, আতিকুর রহমান মানিক, প্রধান শিক্ষক এমদাদুল হক কাজল, এনআরবিসি ব্যাংক এর ব্যবস্থাপক রকিবুল ইসলাম, ডাচ্ বাংলা ব্যাংক এর ক্যাশ অফিসার মোখলেছুর রহমান, জিবি অফিসার সৈকত ডিও প্রমুখ বক্তব্য রাখেন।
 
দোয়া পরিচালনা করেন মধ্যবাজার বড় মসজিদের ইমাম ইসমাইল হোসেন। পরে অতিথিবৃৃন্দ ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন। এসময় শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর