রাণীশংকৈলে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

আনোয়ার হোসেন আকাশ | ২৫ জানুয়ারী ২০২৪, ১৯:৫৩

রাণীশংকৈলে ৬০ পিস ইয়াবাসহ আটক ১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ জিয়ারুল হক (৪০)
নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
 
বুধবার (২৪ জানুয়ারি) রাতে নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা । 
 
আটককৃত জিয়ারুল হক উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে। 
 
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভবানন্দপুর এলাকায় রাণীশংকৈল থানার একটি বিশেষ টিম অভিযান পরিচলনা করেন। এসময় জিয়ারুলকে তার বাসার সামনে থেকে আটক করা হয়। পরে তাকে তল্লাসী করা হলে তার থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
 
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ 
(ওসি) সোহেল রানা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর