নালিতাবাড়ীতে হেরোইনসহ যু্বক গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৪ জানুয়ারী ২০২৪, ১৪:০৪

নালিতাবাড়ীতে হেরোইনসহ যু্বক গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে ২ গ্রাম হেরোইনসহ মো. আঃ রহিম (৩০) এক মাদকারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
 
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে পৌরশহরের জারুয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের জারুয়ারপাড় এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এসময় আঃ রহিমকে সন্দেহ করে তার দেহ তল্লাশি চালিয়ে ২ গ্রাম হেরোইন উদ্ধার এবং তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আঃ রহিম শেরপুর সদরের 
পাঞ্জরভাঙ্গা গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র।
 
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর