পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইসলাম হোসেন (৬২) একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থাও গুরুতর। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে পাবনা-সাঁথিয়া আঞ্চলিক সড়কের পাঁচ ধোপাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসলাম হোসেন সাঁথিয়া উপজেলার ঠহরজনি গ্রামের মৃত জাহীদ আলীর ছেলে৷ এ ঘটনায় আহত একই গ্রামের সামাদ সরদার (৫৮)। হতাহতরা সিএনজির যাত্রী।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পাবনা থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসছিল শ্যালোইঞ্জিন চালিত ট্রলি। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে পাবনা-সাঁথিয়া আঞ্চলিক সড়কের পাঁচ ধোপাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসলাম হোসেন সাঁথিয়া উপজেলার ঠহরজনি গ্রামের মৃত জাহীদ আলীর ছেলে৷ এ ঘটনায় আহত একই গ্রামের সামাদ সরদার (৫৮)। হতাহতরা সিএনজির যাত্রী।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পাবনা থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসছিল শ্যালোইঞ্জিন চালিত ট্রলি। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইসলাম হোসেনের মৃত্যু হয়৷ আর সামাদ সরদারকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ট্রলির চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: