মাদারিপুরের ডাসারে  গাজাসহ স্বামী স্ত্রী আটক

কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধি | ২২ জানুয়ারী ২০২৪, ১৪:৩২

মাদারিপুরের ডাসারে  গাজাসহ স্বামী স্ত্রী আটক
মাদারীপুরের ডাসার উপজেলায় ৩১০ গ্রাম গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ডাসার থানা পুলিশ।
 রবিবার দুপুর ১.৩০ মিনিটে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
 
পুলিশ  সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রামের অশোক মল্লিক(৪০) এবং তার স্ত্রী শান্তি মল্লিক(৩৫) নাম দুজনকে ডাসার থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে এসআই শাহাবুদ্দিন,এ এস আই শরিফুল ইসলাম, এএসআই ইমরান,এএসআই আনোয়ার হোসেন ও নারী পুলিশ রত্না সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ ঘর থেকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রি করা নগদ ৫৭৫০ টাকা উদ্ধার করা হয়।
 
এ ব্যপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিক্তিতে তাদেরকে ৩১০ গাঁজা এবং গাজা বিক্রির নগদ ৫৭৫০ টাকাসহ আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর