কিশোরগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্য লিপিকে গণসংবর্ধনা প্রদান

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২২ জানুয়ারী ২০২৪, ১৪:২৮

কিশোরগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্য লিপিকে গণসংবর্ধনা প্রদান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী সাবেক রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য কন্যা ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ সদর উপজেলার ১০ নং  কর্শা কড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 
রবিবার (২১ জানুয়ারি) বিকেলে কর্শা কড়িয়াইল ইউনিয়নের বানিয়া বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।এই উপলক্ষে কর্শা কড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর হোসেনপুর  আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।
 
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, ডক্টর শরীফ আহম্মেদ শাদী, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ: ছাত্তার, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিমন ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভাটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, সদর উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মোঃ জাকারিয়া।সভায় নব নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে দলীয় নেতা কর্মীদের কে আরো সুসংগঠিত ভাবে এলাকার জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি তার বক্তব্য নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা যারা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আলোচনা সভা শেষে ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কর্শা কড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেক কেটে সভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর