শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রি, মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখা ও বিক্রয়মূল্য বেশি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক দোকানে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পৌরশহরের নালিতাবাড়ী বাজারে মেসার্স শামীম এন্টারপ্রাইজকে বেশি মূল্যে সার বিক্রি করার কারণে ৭০০০ টাকা, মেসার্স আল-আমীন ট্রেডার্সকে ৭০০০ টাকা, একই প্রতিষ্ঠানের কদমতলী বাজারের দোকানকে ১৫ হাজার টাকা, মেসার্স মবিন ট্রেডার্সকে ৫০০০ টাকা এবং মেসার্স ইসলাম ট্রেডার্সকে ৩০০০ টাকা জরিমানা করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা বলেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: