ময়মনসিংহের ফুলপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঞা, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, ইসলামিক ফাউন্ডেশনের ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, বওলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন খান, কাতুলী এমদাদীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, কাজিয়াকান্দা কামিল মাদরাসার উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শাহা আলী, আলা উদ্দিন, রেজাউল হক রাসেল, মফিদুল ইসলাম, শাহ সুলতান চৌধুরী, দেলোয়ার মোজাহিদ সরকারসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি।
মতবিনিময় সভা পরিচালনা করেন একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: